জন্মাষ্টমী ও যোগমায়া : বলিপ্রদত্ত এক শিশুকন্যার জন্মদিন

সে বহুযুগ আগের কথা। ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমীর এক দুর্যোগময় রাতে গোকুলে জন্মেছিল একটি মেয়ে। আজকের দিনেই। তার বাবার নাম নন্দ, মা যশোদা। সদ্যোজাত মেয়েটির মা প্রসব যন্ত্রণায় অচেতন। বাইরে প্রবল দুর্যোগ। আকাশ যেন ভেঙে পড়ছে পৃথিবীর বুকে! তার মধ্যেই উত্তাল যমুনা পেরিয়ে এলেন এক পুরুষ। তাঁর বুকের কাছে পরম যত্নে ধরে রাখা এক সদ্যোজাত […]