হালফ্যাশানের হালহকিকত

Indian Fashion Designers and Brands

ভারতীয় ফ্যাশানের ক্ষেত্র ক্রমবর্ধমান। ভারতীয় বংশোদ্ভুত এবং ভারতে বসবাসকারী ডিজ়াইনারদের পোশাক ক্রমশ তুমুল জনপ্রিয়তায় সাড়া ফেলছে আন্তর্জাতিক বাজারে, তারকাদের মধ্যেও। ঘুরেফিরে দেখলেন পল্লবী বন্দ্যোপাধ্যায়।

ব্যতিক্রমের নাম ওয়েন্ডেল রডরিক্স

Wendell Rodricks and Jerome Marrel in Goa ছুটিতে সঙ্গীর সঙ্গে ওয়েন্ডেল

‘গোয়ান চার্মার’ বলা হত তাঁকে। পুরনো গোয়ার নোনা মাটিতে লেগেছিল তাঁর জাদুদণ্ডের স্পর্শ। আন্তর্জাতিক মানের ফ্যাশন ডিজাইনার হয়েও ভারতের ফ্যাশন রাজধানী মুম্বই তাঁর চোখ ধাঁধিয়ে দিতে পারেনি। শহর থেকে মুখ ফিরিয়ে চলে এসেছিলেন নিজের জন্মভূমিতে – উত্তর গোয়ার ছোট্ট গ্রাম কোলভালে-তে। সেখানে নিজের পূর্বপুরুষের সাড়ে চারশো বছরের ভিটেটা মেরামত করে সাজিয়েছিলেন নিজের মনের মতো করে। […]