‘সুপূর্ণা’ তব চরণের কাছে

রবীন্দ্রসঙ্গীতের জগতে এক নক্ষত্রপতন হয়েছে সম্প্রতি। আমাদের ছেড়ে অমৃতলোকের পথে পা বাড়িয়েছেন বিশিষ্ট শিল্পী, শিক্ষাগুরু ও ঠাকুরবাড়ির কন্যা সুপূর্ণা ঠাকুর চৌধুরী। তিনি ছিলেন ইন্দিরা সঙ্গীত শিক্ষায়তনের প্রাণবিন্দু ও প্রথিতযশা সঙ্গীতজ্ঞ শ্রী সুভাষ চৌধুরীর সহধর্মিণী। দেশে বিদেশে ছড়িয়ে থাকা সুপূর্ণাদেবীর ছাত্রছাত্রী সহকর্মীদের শ্রদ্ধার্ঘ্য নিয়ে বাংলালাইভের আজকের নিবেদন, সুপূর্ণা তব চরণের কাছে…