রামধনু রঙের ভালবাসা

২০১৩ সালে বাংলাদেশের সানজিদা এবং শ্রাবন্তী ফতোয়ার বিরুদ্ধে গিয়ে যখন সোচ্চারে নিজেদের প্রেমের কথা স্বীকার করেছিলেন, অনেকেই তা মানতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় কম সমালোচনা হয়নি তাঁদের। প্রাচীনপন্থীরা কটাক্ষ করেছিলেন, তথাকথিত আধুনিকরাও ভ্রু কুঁচকেছিলেন। সমকামী প্রেমের রাস্তাটা যে কোনও দিনই মসৃণ ছিল না। কিন্তু আজ ২০১৯ –এ কলকাতার দীপন আর তিস্তার প্রেম এবং বিয়ে কিন্তু আনন্দের। […]