গাড়ি যখন বেগুন বা বার্গার!

গাড়ির সঙ্গে জুতো বা বার্গার বা বেগুনের কোনও সম্পর্কে আবার হয় না কি? একদম হয়। শুধু তাই নয়, লাড্ডু থেকে পেনসিলের সঙ্গে গাড়ির সম্পর্ক হতে পারে। আর তার কারিগর হায়দরাবাদ নিবাসী সুধাকর। ছোটবেলা থেকেই গাড়ির প্রতি বিশাল ঝোঁক ছিল। ৯০ দশকে আমেরিকায় থাকাকালীন একটি কার্নিভালে স্কেটিং শু-র আকারে গাড়ি দেখে হতবাক হয়ে যান। আর তারপরই […]