এই সব কারণেও হতে পারে ডিভোর্স!

বিয়ে মানেই জন্ম-জন্মান্তরের সম্পর্ক। না! এখন অবশ্য এই কথাটা আর মোটে খাটে না। এক জন্ম কেটে গেলেই অনেক। বিয়ে টিকিয়ে রাখাটা আজকের দুনিয়ায় একটা বিশাল বড় চ্যালেঞ্জ। একে অপরকে বোঝা, পরস্পরকে সম্মান করে, মানিয়েগুছিয়ে চলা, যেগুলোকে এতকাল বিয়ের স্তম্ভ বলে মনা করা হত, তা এখনই শুধুমাত্র খাতায়-কলমেই থেকে গেছে। এখন তো স্বামী নাক ডাকলেও ডিভোর্স, […]
একই শহরে আলাদা থাকছেন স্বামী-স্ত্রী!

সম্প্রতি হলিউডের ডাকসাইটে অভিনেত্রী গোয়েনেথ প্যালট্রোর একটা সাক্ষাৎকার পড়ছিলাম। একটা জায়গায় এসে চোখটা আটকে গেল। গোয়েনেথ আর ওঁর স্বামী নাকি এক বাড়িতে থাকেন না! ঝগড়াঝাঁটি বা মনোমালিন্যর কারণে নয়, প্রথম থেকেই তাঁরা এই ধরনের অ্যারেঞ্জমেন্টের পক্ষপাতী। সপ্তাহে চার দিন গোয়েনেথের স্বামী ওঁর বাড়িতে থাকেন আর বাকি দিন নিজের বাড়িতে। এতে নাকি সম্পর্কে স্পেস পাওয়া যায়! […]