অমিতাভের জায়গায় হৃতিক, হেমার ভূমিকায় অনুষ্কা!

রোহিত শেট্টি আর ফারহা খান একসঙ্গে সিনেমা বানাবেন ঘোষণা করার পর থেকেই নানারকম কথা শোনা যাচ্ছিল। যদিও তাঁরা মুখে কুলুপ এঁটেছেন, তবে বিশ্বস্ত সূত্রের খবর অমিতাভ বচ্চন অভিনীত ‘সত্তে পে সত্তা’-র রিমেক বানাবেন তাঁরা। ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। অমিতাভ বচ্চন আর তাঁর ছ’ ভাইকে নিয়ে ছিল এই ছবির গল্প। নায়িকার ভূমিকায় ছিলেন হেমা […]