হেমন্ত-র স্বর্ণকণ্ঠ : কিছু ভাবনা

Feature on Hemanta Mukherjee

হেমন্তর মনে কিন্তু সংগীতশিল্পী নয়, সাহিত‍্যিক হবার বাসনাই গেড়ে বসেছিল। এ ব‍্যাপারে বাধ সেধেছিলেন সুভাষ। আপামর গানপ্রেমীদের সুভাষ মুখোপাধ‍্যায়ের কাছে এজন‍্য কৃতজ্ঞ থাকা উচিৎ। ইস্কুলের অফ পিরিয়ডে বেঞ্চি বাজিয়ে গান গাইতেন হেমন্ত। তাই দেখে সুভাষ একদিন তাঁকে বলেছিলেন, গানই হেমন্তর দুনিয়া। সাহিত্য নয়। তার পরেও বেশ কিছুদিন অবশ্য হেমন্তর সাহিত‍্য-পাগলামি বজায় ছিল। তখন সুভাষ মুখোপাধ্যায় তাঁকে বলেছিলেন, সাহিত‍্য করলে হেমন্ত মোটামুটি একটা জায়গা পর্যন্ত পৌঁছবে। কিন্তু সংগীতে সে সেরার পর্যায়ে যেতে পারে।

লিখলেন অভীক চট্টোপাধ্যায়।