গুবলে… ৪

Hair Loss Cream

পাড়ার ছেলে গুবলে। কখনও রকে বসে আড্ডা মারে, কখনও পাড়ার ক্লাবে ফুটবল ম্যাচে গোলকিপিং করে, পাড়ায় কারও অসুখ করলে একডাকে গুবলে হাজির… অ্যাম্বুল্যান্স, ডাক্তার, ওষুধ করতে হবে তো? কালীপুজোর চাঁদা তোলা হোক বা পাড়ায় ব্যান্ডের ফাংশান– গুবলে সদাই হাজির।
সেই গুবলেকে নিয়েই নতুন নতুন মজার ছবি আঁকছেন বিশিষ্ট কার্টুনিস্ট তমাল ভট্টাচার্য।