বিসর্জন

Indian wrestlers protest-Muhammad Ali story

রেস্তোরাঁয় বাইরে বেরোতেই প্রবল বৃষ্টি আর দ্বিতীয় অদ্ভুত ঘটনা। ক্লে’র সোনার মেডেল দেখে হিংসেয় জ্বলেপুড়ে যাওয়া চার শ্বেতাঙ্গ গুন্ডা বাইকে করে ওঁকে ও রনিকে তাড়া করল। উদ্দেশ্য মেডেলটা কেড়ে নেওয়া আর একটু মারধর করে সাদাদের ক্ষমতা জাহির করা।

ভারতীয় কুস্তিগীরদের আন্দোলন ও পদক বিসর্জন দেওয়ার ঘোষণা মনে করিয়ে দিচ্ছে কিংবদন্তি বিশ্ব-চ্যাম্পিয়ন মহম্মদ আলির জীবনের ঘটনা। সেই প্রসঙ্গেই দু-চার কথা, লিখলেন শংকরলাল ভট্টাচার্য।