বাংলা গানে সময়ের থাবা: নব্বই ও তারপর- পর্ব ২

বাংলা আধুনিক গানের ধারা ৩৬০ ডিগ্রি মোড় নিয়েছিল নব্বইয়ের দশকে কিছু নতুন গান বাঁধিয়ের হাত ধরে। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন আগের প্রজন্মের কিছু বিকল্প চিন্তাধারার মানুষও। ফিরে দেখলেন দেবর্ষি বন্দ্যোপাধ্যায়।
গান গেয়ে গোটা বইমেলা ঘুরলাম বাবার সঙ্গে…

গৌতম চট্টোপাধ্যায় বললেই যে সুর, যে জীবনচর্যা, যে লিরিক ঝাপটে এসে আমাদের একাকার করে দেয় আজও, তাঁর মৃত্যুর একুশ বছর পরেও… সেই মানুষটিকে কেমন দেখেছেন তাঁর পুত্র?