ব্যঙ্গচিত্র কি সত্যিই রাজনৈতিক মুক্তির হাতিয়ার?

কার্টুন মানে কি শুধুই হাস্যরসের খোরাক যোগানোর ছবি? কেবলই নির্মল আনন্দ? নাকি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিপ্লব সূচিত করার অন্যতম হাতিয়ার? লিখছেন চন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
কোনও প্রশ্ন নয়

সাংবাদিকরা আবার মানুষ নাকি? ওরা কী জানে, যা মন চায় প্রাণে চায়, টেবিলে বসে বসে লিখে দেয়।এ কথা আম জনতা বিশ্বাস করে, মানে, মানতে চায় এবং ঘোর বিশ্বাসও করে। ঠিক এ রকম বাছা বাছা বিশেষণই সাংবাদিকদের কপালে জোটে। অথচ সাংবাদিকরা য়খন প্রশ্ন করেন কিংবা নিজেদের প্রাণের তোয়াক্কা না করে খবর আনতে ছোটেন, উপদ্রুত অঞ্চলে প্রাণ […]