জবার হাতছানি

শীতকালের পর, ফেব্রুয়ারির শেষে অথবা মার্চে আমি রি-পট করি। রি-পট করার সময় আগের টব থেকে পুরো গাছটাকে মাটি শুদ্ধু বার করে প্রায় অর্ধেক মাটি সরিয়ে দিই। তারপর আলগা শেকড়কে ‘সিকেটার’ দিয়ে কাটার পর নতুন মাটির মিশ্রণ দিয়ে টবে লাগাই। রি-পট করা গাছ আধো ছায়ায় কিছুদিন রাখি। গাছকে চান করাই জলে ছত্রাক-নাশক গুলে। জবাগাছের পরিচর্যার নিয়ম বাতলে দিলেন ড. অশোক কুমার ঘোষ।
তোমার ভুবনে ফুলের মেলা…

অনেক গাছ এখানের দীর্ঘ ও ভয়াবহ ঠান্ডা, তুষার ইত্যাদির পরও ফিরে আসে বছরের পর বছর। এই চিরস্থায়ী গাছগুলি বছরের পর বছর ফুল ফুটিয়ে আনন্দ দেয়। আবার কিছু কিছু গাছ প্রতি বছর পুঁততে হয়। তরিতরকারির গাছেরা এই বার্ষিক রোপণ পর্যায়ভুক্ত। লিখছেন রাহুল রায়।
পিঙ্ক কারনেশন

নাচের মিউজিক শুরু হতেই আচমকা ম্যাডলিনকে অবাক করে দিয়ে সেই রাজপুত্র বাও করে এসে ম্যাডলিনকে নাচের অফার দিয়েছিল হাত বাড়িয়ে দিয়ে। নাম বলেছিল, ডিক। ম্যাডলিনের সাধ্য কী সেই বাড়ান হাত ফিরিয়ে দেন। নাচতে উঠেছিলেন ম্যাডলিন। মিউজিক শুরু হয়েছিল- ‘ওহ মাই আইলীন’। ম্যাডলিন নাচছিলেন একাত্ম হয়ে। বহুদিন পড়ে গালে তাঁর রং ধরেছিল– বার্গান্ডি।