চরৈবেতি… -ডালহৌসি

দেবাশীষ দেবের ভ্রমণবৃত্তান্ত আগে পাঠকরা পড়েছেন বাংলালাইভের পাতায়। সে ছিল ছাপার অক্ষরে। এবার তাঁর স্কেচের খাতার পাতাগুলোই আমরা তুলে দিচ্ছি বাংলালাইভের পাঠকবর্গের জন্য, ফ্লিপবুকের আকারে। আশ মিটিয়ে পাতা উল্টে উল্টে ছবি দেখা আর ঘুরে বেড়ানোর স্বাদ মেটাতে বাংলালাইভে শুরু হল নতুন ছবিকথা – চরৈবেতি। পুরীর সমুদ্রের পর এবার গন্তব্য পাহাড়। ডালহৌসির পাহাড়ি জনপদে ঘুরে বেড়ালেন শিল্পী। সঙ্গী বাংলালাইভ।