যেতে পারি কিন্তু ফিরে আসব

এই সময়টা এমন ছিল না। যদিও অবিশ্বাস্য ব্যাপারগুলো বিশেষ বদলায়নি। বেশ চলত সারা দিন, তার পর অকারণে মেজাজ খারাপ করে চারপাশ চুপ মেরে যেত, আকাশ কালো হয়ে আসত, প্রায় নিঃশব্দে নামত জলের ঝালর। হাওয়া নেই মোটেই, তবুও অনেক দূরে কোথাও বাতাসের টানা নিঃশ্বাস পড়ত যেন। তার পরেই আর ভাল লাগে না– এ সব বলে রোদ […]