রিকশার নকশা চশমায় তুলছেন সত্তরের তরুণী বিবি রাসেল

পুজোয় দেশের তাঁতিদের বোনা শাড়ি কিনুন| আরও বেশি করে দেশীয় পণ্য কিনুন| চাইনিজ জিনিস বর্জন করুন। দেশের এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়ান| ওঁদের বাঁচান|এই খারাপ সময়টা থেকে বেরিয়ে আসার লড়াইটা সকলকে একসঙ্গে করতে হবে, বললেন বিবি রাসেল।