শিলাইদহে কবির এঞ্জিনিয়ারিং

আজ, ১৫ সেপ্টেম্বর এঞ্জিনিয়ারস ডে। সেই উপলক্ষে ফিরে দেখা রবিকবির এঞ্জিনিয়ারিং পরীক্ষা-নিরীক্ষার সংক্ষিপ্ত ইতিহাসটি। শিলাইদহের কুঠিবাড়িতে ফুলের রস বের করা কল বসিয়ে রঙিন কালি তৈরির সেই প্রক্রিয়া কি সফল হয়েছিল?
ন’বছরে ইঞ্জিনিয়ার!

কোলে আঁকড়ে ধরা কুকুরছানা স্যামি। কপালের ওপর ঝামরে পড়েছে সোনালি চুলের গোছা। ছোট্ট ঠোঁটের কোনে হাল্কা হাসির আভাস। টেলিভিশনের শব্দ শুনলেই ছুটে যায় পাশের ঘরে। নেটফ্লিক্স দেখতে ভালোবাসে যে! বয়স মোটে নয়। কিন্তু কাজে? তাতে সে মোটেই ছোট নয়! ইশকুলে যায় না। ভাবলেন বুঝি ফাঁকিবাজ? আজ্ঞে না, সে যায় বিশ্ববিদ্যালয়ে! নেদারল্যান্ডসের এইন্ডহোভেন বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের […]