‘অপহরণ’-এর নেপথ্যে

প্রবাল আর ভাস্বতী। মার্কিন মুলুকে তাঁদের সুখের সংসারে যখন সুখের ভাঁড়ারে টান পড়তে শুরু করে, সকলের আগে কাঁপন লেগেছিল ছোট্ট মেয়ে তিতলির মনে। বাবা-মায়ের নিশ্চিন্ত আশ্রয়ের ছায়াটা যে সরে যেতে পারে মাথার উপর থেকে, সে কথা কি কল্পনা করতে পেরেছিল একরত্তি মানুষটা? টের পেলেও কি কিছু করার ছিল তার? দীর্ঘ আইনি টানাপোড়েনের পর মেয়ের কাস্টডি […]