পাহাড় যখন ডাকে

তাঁবু থেকে বেরিয়ে সামনের দিকে একটু হেঁটে দুরের পাহাড়ের দিকে তাকিয়ে নৈসর্গিক দৃশ্য দেখছি, এমন সময় একটা শব্দ পেয়ে নীচের দিকে তাকিয়ে চোখ কপালে উঠে গেল । এই কনকনে ঠাণ্ডায় একটা লোক স্নান করছে। একটা নতুন ট্রেকিং টিম এসেছে। জনা সাতেক লোক। দেখে মনে হল সবাই বাঙালি। তাদের পোর্টাররা তাঁবু খাটাবার তোড়জোড় করছে। বাকিরা গরম […]