পুজোর আগে চুলের যত্ন

পুজো তো প্রায় এসেই গেল, হাতে তো আর বেশি দিন বাকি নেই? যাঁরা ঘরে থাকেন তাঁরা তো ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছেন| রেগুলার ফেসিয়াল, ইত্যাদি বিভিন্ন ঘরোয়া পদ্ধতির সাহায্যে পিকচার পারফেক্ট হয়ে উঠছেন ওই বিশেষ পাঁচ দিনের জন্য| কিন্তু যাঁরা অফিসে যান, ভাবছেন তো এত ব্যস্ততার মধ্যে কী করে ওই পাঁচদিনে সবার কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন? […]