পুজোর সাজের লুকবুক

আর মাত্র ক’টা দিনের অপেক্ষা। আর তারপরই মা দুগ্গা ছেলেমেয়ে নিয়ে চলে আসবেন বাপের বাড়ি। কচি কাঁচা থেকে মা-কাকিমা-দিদিমা, সকলের উৎসাহ একেবারে তুঙ্গে। এই ক’টা দিন সব নিয়ম থেকে ছুটি। ডায়েটের চোখ রাঙানি, এক্সারসাইজের কড়া শাসন, সব তোলা থাকবে বাতিলের খাতায়। মনের সুখে কবজি ডুবিয়ে খাওয়া, রাত জেগে ঠাকুর দেখা, এ প্যান্ডেল থেকে সে প্যান্ডেল […]