বন্দুক, ক্যাপ, ক্যাপ্টেন স্পার্ক : অনুপম রায়

আমার ছোটবেলার পুজোর সময় থিম পুজো ছিল। সে সময় বন্দুকে ক্যাপ ভরে ফাটাতাম। নতুন জামা পরতাম। নতুন খাবার খেতাম। বাবা মার সাথে বেড়াতাম। কলেজ জীবনকে ছোটবেলার মধ্যে ফেলা যায় কিনা জানি না। আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তাম। পুজো দেখার জন্য আমি আমার সব বন্ধুদের রাসবিহারীর মোড়ে জড়ো করেছিলাম। এবং সেখান থেকে আমরা ঠাকুর দেখতে যেতাম। তখন […]