কেম্ব্রিজের পুজো

ইন্ডিয়ান কালচারাল সোসাইটি, সংক্ষেপে আই সি এস – কেম্ব্রিজে প্রথম দুর্গা পুজোর উদ্যোক্তা। \পুজো করতে হবে বলেই কয়েকজন স্থানীয় বাঙ্গালী বাসিন্দার চেষ্টায় এর শুরু ২০০৩ সালে। প্রথম দিকে আয়োজন ছিল সামান্য, হাতে হাতে সবাই সব কিছু করে নিতেন। তখনকার দিনে কেম্ব্রিজে ছাত্রছাত্রীরাই বেশী আসতেন। তাঁরা ছিলেন স্রোতের মত। বেশীদিন থাকতেন না কেউ। স্থায়ী বাসিন্দা ছিলেন […]