হায় রে ডাক্তার!

ছোটবেলায় ডাক্তারের নাম শুনলেই গায়ে জ্বর আসত। আসলে ডাক্তার মানেই আমার কাছে ছিল ইনজেকশন, একগাদা পরীক্ষানিরীক্ষা আর বিচ্ছিরি সব তিতকূটে ওষুধ। মা পুরো মুখ হাঁ করে খাইয়ে দিতেন। ছোট থেকেই ডাক্তারের প্রতি আমার বেজায় রাগ। ছ’ মাস অন্তর বাড়ির সবার আবার মেডিক্যাল চেক-আপ হত। ছেলেবেলায় না পারলেও, বড় হতে হতে পড়ে, টিউশন, কলেজ এ সবের […]