দুর্গতিনাশিনী শমীতা

বিরাট পরিধি তাঁর, একাধিক পরিচয়ে উজ্জ্বল তিনি, সাধারণ মাপকাঠিতে তাঁকে ধরা যায় না। দুর্গাপুজোর আগে আগে এমনই এক দশভুজাকে পেয়ে ধন্য হল বাংলালাইভ। তিনি শমীতা দাশ দাশগুপ্ত। একাধারে সমাজকর্মী, ‘মানবী’ সংস্থার প্রতিষ্ঠাতা, সুলেখিকা ও কবি, অধ্যাপিকা ও নিবিড় সংসারী, যাঁর হাত আক্ষরিক অর্থেই, কখনও থেমে থাকে না। ভিডিও-আড্ডার সময়েও নিজের উল-কাঁটার বাস্কেটটি নিয়ে তারপর বসলেন কথা বলতে।