DTP: বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়ে

DTP cover story

শুরু হল ছোট জায়গায় বড় সম্ভাবনার যুগ। ছোট শহর, ছোট জায়গা, ছোট ইনভেস্টমেন্ট। মধ‍্যবিত্ত বাবা প্রফিডেন্ট ফান্ডের জমানো ভেঙে বাড়ি করার সময় একটা গ‍্যারেজও করেছিল এই আশায়, ছেলে চাকরি পেয়ে গাড়ি কিনবে। ছেলে চাকরি পেল না। গ‍্যারেজ হয়ে গেল প্রিন্টিং প্রেস। ব‍্যবসা শুরু হল কমদামি লেজার প্রিন্টার দিয়ে, ক্রমে বড় কালার প্রিন্টার, সব শেষে ব‍্যানার ছাপার প্রিন্টার।
DTP-র বিশ্বজয় নিয়ে কলম ধরেছেন অসীম চট্টরাজ