ক্যান্সারকে হারিয়ে গরিব বাচ্চাদের খাওয়া জোটানোই “আঁচল দিদির” প্রতিজ্ঞা

আঁচল শর্মা সুপারহিরোদের মত পোশাক পরেন না ঠিকই‚ কিন্তু দিল্লির রঙ্গপুরী বস্তির কয়েক হাজার বাচ্চার জন্য আঁচল ‘দিদি’ এক জন সুপারহিরো| কেমোথেরাপি নিয়ে সোজা আঁচল হাজির হন বস্তিতে, সঙ্গে থাকে বাচ্চাদের জন্য গরম খাবার|বাচ্চারাও তাদের ‘দিদি’-র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে| আঁচল জানিয়েছেন ওঁকে দেখে বাচ্চাদের চোখে মুখে যে আনন্দ ফুটে ওঠে সেটার থেকে বড় পাওনা আর কিছু […]