বিপ্রতীপে বাবাসাহেব

Babasaheb Bhimrao Ambedkar

আজ, ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব ভীমরাও রামজি আম্বেদকরের ১৩০তম জন্মজয়ন্তী। এতবছর ধরে ভারতীয় রাজনীতিতে কার্যত একঘরে হয়ে থাকা মানুষটিকে নিয়ে আজ হঠাৎ রাজনীতির রংতামাশার বাজারে এত শোরগোল কেন? খুঁজে দেখলেন দেবজ্যোতি।

শয়তানের ফন্দি আর, বন্দিমুক্তির দিশা

ভোগান্তি কি ভুক্তভোগীদের নিয়তি? নাকি নিয়তিকে টপকে আত্মবিশ্বাসের অকূল পাথারে ঝাঁপ দিয়ে সাঁতরাবার শক্তি তার আছে? দুর্ভোগ সইতে সইতে আর কতক্ষণ অপেক্ষা করব আমরা? প্রশ্ন তুললেন দেবজ্যোতি।