জ্যাজ়ের অচেনা বৃত্তে তারুণ্যের আনাগোনা

“শীত নামলে পার্ক স্ট্রিট তখন বিলেত হয়ে যেত…” স্মৃতির পাতা উল্টোতে গিয়ে বলেছিলেন কিংবদন্তী জ্যাজ গিটারিস্ট কার্লটন কিটো। সেই কার্লটন,যিনি ভারতে তথা কলকাতায় খুলে দিয়েছিলেন জ্যাজ-দিগন্ত। দুনিয়াজোড়া নাম সত্ত্বেও এ শহরে ভালোবেসে থেকে গিয়েছিলেন। সত্তরের দশকের উত্তাল কলকাতায় পার্ক স্ট্রিটের মুল্যাঁ রুজ-এ শুরু করেছিলেন লাইভ জ্যাজ বাজনা। ব্যান্ডের নাম জ্যাজ অনসম্বল। তারপর প্রেম। এই শহরের […]