প্যানডেমিক ডায়রি: পর্ব ৬

ঝড়ে যেমন গাছ পড়েছে, তেমনই কারেন্টের পোল ভেঙেছে । অগুন্তি জায়গায় ট্রান্সফরমারে আগুন লেগেছে। এখন যদি সেগুলো মেরামত না করেই কারেন্ট দেওয়া হয় তাহলে শক খেয়ে মুড়িমুড়কির মতো মানুষ মরবে। লোক দরকার এখন।.. অতিমারির সঙ্গেই আছড়ে পড়েছিল আমফান। স্মৃতি থেকে লিখলেন দোলনচাঁপা দাশগুপ্ত।
তাণ্ডবের শেষে (প্রবন্ধ)

হুগলি জেলার বহু শতাব্দী প্রাচীন বহু বাড়ি ও গাছ উম্পুনে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়।