খিদিরপুর পোর্ট এলাকায় পচাগলা মৃতদেহ উদ্ধার

আজ সকালে কলকাতার সাউথ র্পোট থানা এলাকায় কার্ল মার্ক্স সরণীর একটি ফ্ল্যাট থেকে পুলিশ দুই প্রৌঢ় ভাইয়ের পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে এবং তাঁদের বোনকে একই ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে এস এস কে এম হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে ভিতরে […]