সাম্যময়ের জীবনে ভানু বন্দ্যোপাধ্যায়

নিজেকে নিয়ে মজা করে বলতেন,’ছিলাম বাঁড়ুজ্জ্যে, হয়ে গেলাম ভাঁড়ুজ্জ্যে’। তবে বাঙালি জানে, ভানু বন্দ্যোপাধ্যায় ভাঁড়ামি করেননি কোনও দিন। তাঁর কমিকে ঝলসে উঠেছে মেধার দীপ্তি, সমকালের সংকটের টুকরো ছবি। যদিও কমেডিয়ান ছাড়াও আরও অনেক কিছুই হতে পারতেন তিনি। হতে পারতেন স্বদেশী যুগের বিপ্লবী, বামপন্থী দলের হোলটাইমার, পুলিশের হাতে ধরা পড়লে অনেকগুলো বছর থাকতে হতে পারত কারাগারেও। […]