দূরবিনে চোখ রেখে দ্যাখো

কলম্বোর হিল্টন হোটেলের উনিশ তলা থেকে সব কিছু স্বপ্নের মত দেখায় – দূরে, পড়ন্ত রোদে ভেজা আকাশ চুমু খায় নীল সমুদ্রের ঠোঁটে, সুইডেন থেকে আসা জাহাজ বন্দরে এসে ঠেকায় তার শ্রান্ত শরীর, নীচে রাস্তায় আলো জ্বলে উঠছে এখন, পাখি ও মানুষেরা গাড়ি, বাস, টুকটুক ও হাওয়া বেয়ে ফিরে যাচ্ছে বাসায়, কফিশপে বেড়ে উঠছে ভিড়, জুলিয়ানা […]