হাওয়ার হদিশ

ছবি উপল সেনগুপ্ত

উত্তরে বয় যে হাওয়া,

অনায়াসে যায় তা খাওয়া – 

হাত গুনে বলছে যতো গণৎকার;

সরলে একটু পূবে – 

স্বাদ তার যায় যে উবে, 

অথচ গন্ধটা রয় চমৎকার।

নিশিরাতে হাসাহাসি

illustration Paramita Dasgupta

নিশিরাতে হাসাহাসি / খ্যাঁকখ্যাঁক, খুকখুক, / মিশি দাঁতে পাশাপাশি / মাসি-পিসি ধুকপুক।

গুপ্তিপাড়ার গুপি

গুপ্তিপাড়ার গুপি Paramita Dasgupta illustration

বলছি চুপি চুপি,
গুপ্তিপাড়ার গুপি
খিদে পেলেই ডিগবাজি খায়,
মাথায় দিয়ে টুপি।