নিশিরাতে হাসাহাসি

নিশিরাতে হাসাহাসি / খ্যাঁকখ্যাঁক, খুকখুক, / মিশি দাঁতে পাশাপাশি / মাসি-পিসি ধুকপুক।
ক্লাস ঘুম

আজকে যদি পাখি হতুম জামার বগল হাতায় থুই, ইচ্ছে মতন যোজন পাড়ি তুই আর আমি একলা নই। নাই বা গেলাম নাক বরাবর ভাবনাঘরে চুপটি ঘুম, ঘ্যাঁয়াও ঘ্যাঁয়াও ঘ্যাঁঘাসুরের স্বপ্ন জুড়ে হুতুমথুম। স্কুল ফিরতি হিসেব নিকেশ ওগুলো তো আমার নয়! দেওয়াল জুড়ে ছায়াবাজি কিম্বা খাতা গল্প হয়। ক্লাসে বসে কান পেতে রই কখন পড়ে ঘণ্টা ওই… […]