ডাঃ বিধানচন্দ্র রায় এবং ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রথম দশক

Bidhanchandra Roy

জন্মদিনেই মৃত্যুদিন, এমন একজন বাঙালির কথাই সারা ভারত জানে। তিনি, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। কিংবদন্তী চিকিৎসক এবং আধুনিক বাংলার সফল রূপকার হিসেবে তাঁর নাম আজও বাঙালির মুখে মুখে ফেরে। তাঁরই জন্মদিনে পালিত হয় চিকিথসর দিবস। তাঁকে নিয়ে লিখলেন শ্রীজহর সরকার।