মধ্যযুগের ইউরোপ – ব্রুজ ও গেন্ট ভ্রমণ

ব্রুজ, বা Brugge উচ্চারণটা একটু আলাদা হয়ে যায় ভাষাভেদে, কারণ ইউরোপের এই অংশে ইংরেজি G অক্ষরটা কখনও হ, কখনও নীরব, কখনও Zএর মত শোনায়। তাই ব্র্যুz, ব্রুহা, ব্রাহা – সবরকম নামই চলে। ইংরেজি ভাষাভাষীরা একে সাধারণভাবে ব্রুজ বলেই ডাকেন।