ব্রিনডংকের অন্দরে: শেষ পর্ব

Entrance of Fort Breendonk in Willebroek, Belgium

চতুর্দিকে পরিখা পরিবৃত সিমেন্ট দিয়ে গাঁথা পাথরের ইমারত। আকারে, নকশায় অন্য যে কোনও দুর্গের মতোই। মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই সামনে দীর্ঘ করিডর। ব্রিনডংক কনসেনট্রেশন ক্যাম্প ঘুরে লিখছেন অমিতাভ রায়।

ব্রিনডংকের অন্দরে: পর্ব ৩

fort breendonk belgium

করিডরে কোনও প্রাণের অস্তিত্ব নেই। বেশ গা ছমছম করা পরিবেশ। করিডরের দু’পাশে একের পর এক ঘর। প্রতিটি ঘরই আলোকিত, তবে ঝলমলে নয়। বাঁয়ে প্রথম ঘরটিতে জ্বলজ্বল করছে বেশ কয়েকটি নাৎসি কন্সেন্ট্রেশন ক্যাম্পের নাম।