আমাজনের আগুন খাণ্ডবদাহনকেও ছাড়িয়ে গেল

মহাভারতে খাণ্ডববন দহন চলেছিল পনেরো দিন। আমাজনের অরণ্যে এ-বারের দহনপর্ব ইতিমধ্যে মহাভারতকে ছাড়িয়ে গেছে। ব্রাজিলের বিরাট এলাকা জুড়ে আগুন জ্বলছে পৃথিবীর বৃহত্তম অরণ্যে, যেখানে সব মিলিয়ে দশ লাখ আদিবাসী মানুষের বসতি, তাঁদের সঙ্গে বাস করে প্রায় তিরিশ লক্ষ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ। কয়েক হাজার একর এলাকা পুড়ে খাক, আগের সব রেকর্ড ভেঙে গেছে। আমাজন অরণ্যের […]