শৃন্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ

Debendranath Tagore

গত ১৫ মে ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ২০৪ তম জন্মবার্ষিকী। বর্তমান পৃথিবী তথা দেশের ধর্মীয় প্রতিহিংসা, হানাহানি, রক্তপাতের বিক্ষুব্ধ সময়ে তাঁর উপনিষদ ভাবনা এবং আদি ব্রাহ্মধর্মের অনুশাসনগুলি ফিরে দেখতে চাইলেন অরিজিৎ মৈত্র।