কে ছিলেন পূর্ণেন্দু পত্রী?

পূর্ণেন্দু পত্রীকে আজ কতটা জানি আমরা? তাঁর অতল প্রতিভার কতটুকুর তল মেলে ইন্টারনেটের এই দুনিয়ায়? তাঁর কবিতা, ছবি, সিনেমা, গদ্য সবটকু ঘেঁটে দেখলেও কি সম্পূর্ণ হয় পত্রীমশাইকে চেনা? চেষ্টা করলেন পল্লবী মজুমদার।
ক্যালিগ্রাফির দু’চার কথা (প্রবন্ধ)

অক্ষরের যে নিজস্ব শরীর, সে তো রেখারই আরেক রূপ। এবং সেই শরীরচর্চার বিবিধ উপাদান, তার পরিমিতি ও গণিত, সর্বোপরি তার অপরিসীম নান্দনিকতা নিয়ে স্বতন্ত্র এক পথে পাড়ি দেওয়ার ইচ্ছে মানুষের আদিকাল থেকেই ছিল। এই প্রবণতা থেকেই অক্ষরশিল্প বা ক্যালিগ্রাফির উত্থান।
সত্যজিতের প্রচ্ছদ, প্রচ্ছদের সত্যজিৎ

সিগনেটের অন্যান্য বইতে শুধুমাত্র ক্যালিগ্রাফি অথবা লেটারিং দিয়েও অসামান্য কিছু প্রচ্ছদ করেছিলেন সত্যজিৎ। যেমন জীবনানন্দের ‘ধূসর পাণ্ডুলিপি, ‘রূপসী বাংলা’, অচিন্ত্যকুমার সেনগুপ্তর ‘ইন্দ্রানী’, সুধীন্দ্রনাথ দত্তের ‘অর্কেস্ট্রা’। ‘অর্কেস্ট্রা’য় নামের তিনখানা অক্ষর লেখা হয়েছে সরু লাইনকে একটু অমসৃন করে, যেন ছোট ছোট ঢেউ এসে ওদের সামান্য দুলিয়ে দিচ্ছে আর ওরা সুরের ছন্দে ভেসে বেড়াচ্ছে।