নহি দেবী, নহি সামান্যা নারী

Cornelia Sorabji

নারী দিবসে এক অনন্য প্রতিভাময়ী সাহসিনীর আখ্যান বাংলালাইভের পাতায়, যিনি শুধু ভারতে নন, বিলেতেও রেখেছিলেন নিজের প্রতিভার স্বাক্ষর। আইনের জগতে মেয়েদের পদক্ষেপ ঘটেছিল তাঁরই হাত ধরে। লিখছেন পল্লবী মজুমদার।