এ বার পরিচালক বোমান ইরানি!

নানা ধরনের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শক এবং সিনেমা ক্রিটিকদের মন জয় করেছেন বোমান ইরানি| কমেডিয়ানের চরিত্র করার জন্য জনপ্রিয়। এ ছাড়াও অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবিতেও দেখা গেছে ওঁকে| এই বার বোমান তৈরি হচ্ছেন ছবি পরিচালনা করার জন্য| তিনি জানিয়েছেন পরিচালকের দায়িত্ব নেওয়ার জন্য এখন প্রস্তুত| ছবির চিত্রনাট্যও লেখা হয়ে গেছে বোমানের| ছবির অভিনেতা/অভিনেত্রীর খোঁজ চলছে| এই […]