মোটা-বেঁটে-ফর্সা-কালো…চেহারায় কী-ই বা এসে যায়!

কিছু দিন আগে অভিনেত্রী জরিন খান সোশ্য়াল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছিলেন। তা নিয়ে সাঙ্ঘাতিক বিতর্কের সৃষ্টি হয়েছিল। কারণ জরিনের ছবিতে তার পেটের স্ট্রেচ মার্কস বোঝা যাচ্ছিল। জরিন আগে খুবই মোটা ছিলেন। রোগা হওয়ার কারণে এই স্ট্রেচ মার্কসগুলো তার শরীরের নানা অংশ তৈরি হয়েছে। তা নিয়ে তিনি এতটুকু লজ্জিত নন, তা-ও জানিয়েছেন। কিন্তু এমন অনেক […]