সুজয় ঘোষের মেয়ের হাত ধরে ‘বব বিশ্বাস’ ফিরবে পর্দায়।

কিছু কিছু সিনেমা তার চরিত্রের জন্য মনে থেকে যায়। যেমন ২০১২ সালে সুজয় ঘোষ পরিচালিত ‘কহানি’ ছবির বব বিশ্বাস-এর চরিত্রটি। শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয়ের গুণে চরিত্রটি বেজায় জনপ্রিয় হয়েছিল। এবার শোনা যাচ্ছে বব বিশ্বাসের উপর আর একটি ছবি তৈরি হবে। আর পরিচালনা করবেন সুজয় ঘোষেরই বড় মেয়ে দিয়া। দিয়া বাবার মতোই পরিচালনায় উৎসাহী। ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন […]