বৃষ্টিযাপন (কবিতা)

monsoon

যদি গল্প বলতে পারতাম গুছিয়ে
ঘটমান সত্যের কাছে অবশ্যই
নিয়ে যেতে পারতাম তোমায়।
যেখানে পাতার এক পৃষ্ঠায় থাকত
সহানুভূতির দুটো চোখ তোমার,
বিপরীত পৃষ্ঠায় তখন ছুঁয়ে যেত
অনুচ্চার সাক্ষর আমার।

স্বগত স্বীকার (কবিতা)

Cover photo for Bengali Poetry

অসুখের ইতিহাসে নীরব কান্নার বিবরণ আছে, জেনো।
অভিমান ঘনিষ্ঠ হলে যে ব্যক্তিগত সুখ হয়
তার নীচে জমা থাকে এক-একটা এপিসোডিক বিরতি
নিশ্চিত আশ্রয় থেকে ছদ্ম-সুখে,
নিজস্ব পরিধি ছেড়ে কৌণিকবিন্দুতে-
আজ তবে শূন্যের কথা কেন?

বহু বাসনায় (কবিতা)

Photo by form PxHere

মানুষের জীবনে তো তেমন আমোদ
নেই। বিনোদন নেই। তারা তাই অবসর পেলে
কষ্টের কথাগুলি কাগজের বলের মত গোল্লা করে
পরস্পর লোফালুফি করে, বেলুনের মতো তাকে
ওড়ায় বাতাসে। সংসারে এমনই নিয়ম।

মগ্নবিষাদী

Image by Yuri_B from Pixabay

আরও একবার চৈতন্যে বিষাদের অমৃত ঢালো প্রভু,  আমি মগ্নবিষাদী হব আবার।  দেখে যাব শেষবার –  বর্ণমালার কোন কোন রঙে আকাশ রাঙালে তুমি,  সাজালে মাটি-পাহাড়।  জল দিয়ে জল-রং ধুয়ে যাওয়া – দেখে নেব,  প্রভু।  এই শেষবার।  কী রং মেশালে বাতাসে হাওয়া-রং ধরে।  এই,  এই শেষবার।  আমায় মগ্নবিষাদী করো আরবার।