দুটি কবিতা

Prithwi Basu Poem

১ পক্ষপাতের সমারোহ উলুধ্বনিতে শাঁখ বাজছিল টানা খেয়ালই করিনি ট্রেনলাইনের পাশে অসমবয়সী নিভু নিভু দুটো তারা জ্বলে উঠেছিল গঙ্গার পাড়ে, রাতে হাতের ভিতরে হাত নিয়ে শুধু হাসি সম্পর্কের আড় ভেঙে দেওয়া মেয়ে শুনশান ঘাটে তাকে এত কাছে পেয়ে আমার ভিতরও সচল হয়েছিল ডানা আর সেও যেন সলতে পাকানো দাসী নাগমাতা সেজে আগুন কুড়োতে আসে দশদিক […]