‘তখন কুয়াশা ছিল’- হালের বাংলার আঁতের চালচিত্র

Tokhon Kuasha Chilo

একবছর আগে এই দিনেই প্রয়াত হয়েছিলেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বাঙালির চিরন্তন অপু-কে শ্রদ্ধা ভালোবাসায় আজও স্মরণ করছে বিশ্ব। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘তখন কুয়াশা ছিল’। দেখে এলেন অংশুমান ভৌমিক।