লম্বা মাথার মানুষজন

লম্বাটে মাথার আকর্ষণ পৃথিবীর আরো অন্য অনেক সম্প্রদায়ের মধ্যে দেখা গেছে। পুরাতন মায়া সভ্যতা থেকে শুরু করে উনবিংশ শতাব্দীর শেষ পর্যন্ত আফ্রিকার মাংবেতু উপজাতি এবং ফ্রান্সের কিছু সম্প্রদায়ের মধ্যে লম্বা মাথার ফ্যাশন বেশ প্রচলিত ছিল। লিখছেন যূথিকা আচার্য।