চুল তার কবেকার…

সামনেই পুজো। বনলতা সেন তো হতেই হবে। একঢাল রেশমি চুলে নানা রকম স্টাইল করার ইচ্ছে তো সেই কবে থেকে মনের মধ্যে পুষে রেখেছেন। অথচ আপনার চুল মোটেই আপনার সঙ্গে সহযোগিতা করছে না। সেই কবে চুল কেটেছিলেন, বাড়ার নাম গন্ধ নেই! অথচ লম্বা চুলের কত শখ আপনার। মা-ঠাকুমার চুলের গোছ দেখলে এখনও ঈর্ষা হয়। কিন্তু কী […]